latest Post

কলকাতা-সহ ৪ জেলায় ফের ঝড়-বৃষ্টির সতর্কতা

কলকাতা সহ রাজ্যের চার জেলায় ফের ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আবারও সতর্কতা জারি করা হল ৷

#কলকাতা: কলকাতা সহ রাজ্যের চার জেলায় ফের ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আবারও সতর্কতা জারি করা হল ৷
হাওয়া অফিস সূত্রে খবর, ৪০ কিলো মিটার বেগে ঝড় আসতে এই চার জেলায় ৷ সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও ৷
কলকাতা-সহ ৪ জেলায় ফের ঝড়-বৃষ্টির সতর্কতা
আজ দুপুর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি ৷ কলকাতা-সহ নদিয়া হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, হুগলিতে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি ৷ শিলাবৃষ্টিও হয় একাধিক এলাকায় ৷ ঝড়ে গাছ ভেঙে, বিদ্যুতের খুঁটি পড়ে একাধিক জায়গায় যান চলাচল বিপর্যস্ত হয় ৷ এয়ারপোর্টের ২ নং গেটের কাছে গাছ পড়ে বেশকিছুক্ষণ যশোর রোডে বন্ধ থাকে যান চলাচল ৷
ঝড়-বৃষ্টিতে ইতিমধ্যেই এগারো জনের মৃত্যুর খবর এসেছে বিভিন্ন জেলা থেকে ৷ হাওড়ায় বাজ পড়ে শোচনীয় পরিণতি হল চার কিশোরের ৷ বাগানে আম কুড়তে গিয়ে বাজ পড়ে মৃত্যু তাদের ৷ উলুবেড়িয়ায় পাঁচিল ভেঙে আরও এক কিশোরের মৃত্যু হয় ৷ কলকাতার পার্কসার্কাসে বাজ পড়ে মৃত্যু হল এক কিশোরের ৷ মৃত কিশোরের নাম সাকলিন ৷ ঘাটালের মনসুকা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় দু’জনের ৷ মুর্শিদাবাদের জলঙ্গিতে বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির ৷ মৃত ব্যক্তির নাম শঙ্কর মণ্ডল ৷
টানা দুর্যোগে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন রাজ্যজুড়ে এগারো জনের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ঝড়-বৃষ্টিতে অনেকের মারা যাওয়ার খবর পেয়েছি ৷ দেওয়াল চাপা পড়ে অনেকের মৃত্যু হয়েছে ৷ বাজ পড়েও অনেকের মৃত্যু হয়েছে ৷ দুর্যোগে মৃতদের পরিবারের পাশে রয়েছে সরকার ৷’’

from Latest News News18 Bengali https://ift.tt/2IdjCQ3

About Tech Arup Kumar

Tech Arup Kumar
Recommended Posts ×

0 comments:

Post a Comment