
ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের অন্যতম মুখ অলীক চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ গত পরশুদিনই ৷ ভুবনেশ্বরের মায়েত্রি বিহার কলোনী থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে ৷ বেশ কিছুদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল কিন্তু হাতে নাতে ধরতে পারছিলনা পুলিশ ৷ এবার ওড়িশা ও বেঙ্গল পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন অলীক ৷ অসুস্থ অলীক চক্রবর্তীর ডাক্তারি চিকিৎসা চলছে ৷
from Latest News News18 Bengali https://ift.tt/2JahsgP
0 comments:
Post a Comment