
বুধবার টুইটারে মমতা লেখেন, নোটবন্দি জনবিরোধী পদক্ষেপ ছিল৷ মুখ্যমন্ত্রীর টুইট, 'নোটবন্দির প্রভাব পড়েছে কৃষি ও অসংগঠিত ক্ষেত্রে৷ আরবিআই-এর রিপোর্ট সেটাই প্রমাণ করল৷ তা হলে কালো টাকা গেল কোথায়? কালো টাকা সাদা করতেই এই পদক্ষেপ? কাকে সুবিধা পাইয়ে দিতে এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত ট্র্যাজেডির, লজ্জার৷'
from Latest News News18 Bengali https://ift.tt/2wsIICO
0 comments:
Post a Comment