
এমন ভয়াবহ বন্যা বহুদিন দেখেনি দেশ ৷ ভেসে যাচ্ছে কেরল ৷ এখনও পর্যন্ত বন্যায় মৃত ৩৬০ জন ৷ আটকে রয়েছেন হাজার হাজার মানুষ ৷ জোরকদমে চলছে ত্রাণকাজ ৷ অন্তত একটাও যদি বেশি মানুষকে বাঁচানো যায়, এই লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে বিপর্যয় মোকাবিলা দফতর ৷
from Latest News News18 Bengali https://ift.tt/2vZ9yCb
0 comments:
Post a Comment