
সিঙ্গুর আন্দোলনের ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে তৈরি হচ্ছে সিঙ্গুর সৌধ। সিংহেরভেড়ি মৌজায় এই সৌধ তৈরি হচ্ছে ছ’কোটি টাকায়। সিঙ্গুর আন্দোলনের শহিদ তাপসী মালিক-সহ আন্দোলনকারীদের ছবি-সহ বর্ণনা খোদাই করা থাকবে। পর্যটন মানচিত্রেও সিঙ্গুর সৌধকে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। খুশি সিঙ্গুরের কৃষক-সহ স্থানীয় বাসিন্দারা।
from Latest News News18 Bengali http://bit.ly/2EGpQ8q
0 comments:
Post a Comment