
অতিরিক্ত সলিসিটর জেনারেল দাবি করেন, রুজিরার ব্যাগে সোনা পাওয়া গিয়েছে৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায় বলেন, এই দাবির স্বপক্ষে কোনও নথি জমা দেওয়া হয়নি আদালতে৷ অতএব রুচিরার ব্যাগে যে সোনা পাওয়া গিয়েছে, সেই অভিযোগেই তো গলদ রয়েছে৷
from Latest News News18 Bengali http://bit.ly/2ULH1O0
0 comments:
Post a Comment